
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মোহাম্মদ হারিসুর রহমানকে প্রাণনাশের হুমকি ও অর্থ লুটপাট।

আঃ রব শেখ (বাবু) গাজীপুর টংগী
গত-২২-১১-২০২৫ ইং তারিখ বিকেল আনুমানিক -৫ ঘটিকায়, বাসন থানা অধীনে বসবাসরত মোহাম্মদ হারিসুর রহমান এর উপর অতর্কিত হামলা চালায়। হামলায় হারিছুর রহমান মাথায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থলে জানা যায় হারিসুর রহমানের বাড়ির দক্ষিণ পাশে গ্যাস লাইনের জন্য মাটির গর্ত করে কাজ করছিলো সেই সময় বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র সহ কাজের লেবারদের মারধর ও বকাবাজি করে লেবারদের মালামাল নিয়ে যায় । সেই জন্য হারিসুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য গেলে তাকেও গালাগালি ও ১নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম(৫৫)এর হাতে থাকা রড দিয়ে হত্যার চেষ্টা-র উদ্দেশ্যে হারিসুর এর মাথায় আঘাত করে ও ২নং আসামি – আরিয়ান হোসেন (২৫)গলা চেপে শ্বাস রোদে হত্যার চেষ্টা করেন। সেই সময় হারিসুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। তখন জাহাঙ্গীর আলম ও আরিয়ান হোসেনের সঙ্গে থাকা অজ্ঞাত আরো ৫-৭ জন মিলে তাকে মারধোর ও পকেটে থাকা লেবারের কাজের বিল (নগদ ৫০০০০/) হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। হারিসুর এর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে জাহাঙ্গীর ও আরিয়ান বাহিনী পালিয়ে যায়। এই বিষয়ে ভাসন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আসামিদের ধরার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।









