
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্র দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
হানিফ পাঠান, গাজীপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল ও টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে রোববার (৩০ শে নভেম্বর) বিকাল ৩টায় টঙ্গীর আউচ পাড়া এলাকায় প্রভাষক বশির উদ্দিনের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন-এর সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শুক্কুর। এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ সুমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, এবং শামীম বেপারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জীবনের বিভিন্ন কর্মজীবন ও দেশের গণতন্ত্রে তাঁর ভূমিকা তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়









